চাকমা উপজাতীয় সম্প্রদায়ের মতে পরি মানে কল্পলোকের অদৃশ্য প্রাণী। হোলা মানে উদ্যান আর মইন মানে পাহাড়ের চুড়া। বিলাইছড়ি সবচে বড় চারদিকে পাহাড় ঘেরা সবুজ পাহাড়ের চুড়ায় একটি বড় উদ্যান আছে। সেই উদ্যানের কাছে আগে কেউ বসবাস করতে পারত না। তখন কেউ বানিয়ে ওই পাহাড় চূড়ায় বসবাস করলে তাদের মধ্যে অসুখ হত। এমনকি অনেকে মারা যেত। কথিত আছে আগে পাহাড়টিতে অমবশ্যা ও পূর্ণিমা রাতে গান-বাজনা ও ঢাক ঢোলের আওয়াজ শোনা যেত। কিন্তু এসব কে বা কারা করত তা কেউ দেখতে পেত না। তখনকার সময়ে বিদ্বৎজনদের ধারনা ছিল ওই পাহাড়ের চূড়ায় পরিদের বসবাস ছিল এবং তারাই ওসব করত। তখন থেকেই পাহাড়িরা পাহাড়টিকে পরিহোলা মইন নামে চিনে। কিন্তু এখন ওই পাহাড়ে ওসব কিছু শোনা যায় না।উল্লেখ থাকে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিহোলা মইন পার্শ্বে ব্রিটিশদের একটি ক্যাম্প ছিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS