বিলাইছড়ি উপজেলার পটভূমি :
বিলাইছড়ি চাকমা শব্দ থেকে উৎপত্তি। চাকমা উপজাতীয় অর্থে বিলাই এর অর্থ বিড়াল আর ছড়ি এর অর্থ পাহাড় হতে প্রাবাহিত ঝর্ণা বা ছড়া। বিলাইছড়ি নামের সর্ম্পকে নির্ভরযোগ্য সঠিক তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়ো বৃদ্ধদের মতে বহু বছর পূর্বে অত্র এলাকা অরণ্য ঘেরা ছিল। একদা কিছু সংখ্যক পাহাড়ী লোক কাঠ কাটার উদ্দেশ্যে অত্র এলাকায় আসে এবং সে সময়ে এক বিরাট বন বিড়ালের মুখোমুখি হয়। বিড়ালের ভাবমূর্তি হিংস্র মনে করে তারা তাকে তাড়াবার চেষ্টা করলে বিড়ালটিও তাদেরকে আক্রমন করে এবং উভয়ের মধ্যে ধস্তাধিস্ত শুরু হয়। শেষ পর্যায়ে বিড়ালটিকে মেরে ফেলা হয়। পরে এই বিরাটকার বিড়ালটিকে পাড়ায় নিয়ে আসা হয়। পাড়া প্রতিবেশীরা এতবড় বন বিড়াল দেখে আর্শ্চয্য হয় এবং বিরাট সামাজিক অনুষ্ঠান করা হয়। এর পর থেকেই এলাকাটি বিলাইছড়ি নামে আখ্যায়িত হয়।
বিলাইছড়ি উপজেলা রাঙ্গামাটি জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। বিলাইছড়ি উপজেলা- ১৯৭৬ সালে মোট ৭৪৫.৯২ বর্গকিলোমিটার আয়তনসহ তিনটি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠিত হয়। ইউনিয়ন সমূহঃ ১নং বিলাইছড়ি, ২নং কেংড়াছড়ি ও ৩নং ফারুয়া ইউনিয়ন। বিলাইছড়ি উপজেলার উত্তরে জুড়াছড়ি ও রাঙ্গামাটি সদর উপজেলা, দক্ষিণে বান্দরবান জেলার রুমা এবং থানচি উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম এবং মায়ানমার, পশ্চিমে কাপ্তাই, রাজস্থলী এবং বান্দরবনের রোয়াংছড়ি উপজেলা।
বিলাইছড়ি উপজেলা ভোগৌলিক দিক থেকে ২২ডিগ্রী ২৩ মিনিট ১৬ সেকেন্ড উত্তর অক্ষাংশ এবং ৯২ ডিগ্রী ৯৯ মিনিট ৯৪ সেকেন্ড পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
উপজেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৭৮জন। স্বাক্ষরতার হার শতকরা ৪৫.৯%।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS