বিলাইছড়ি আকাশ, পাহাড় ও জলে মিতালীর সম্মিলিত প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপরূপ পাহাড়ী জনপদ। তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার প্রাকৃতিক দৃশ্য যেকোন পর্যটককে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে বাধ্য করে। শুধু প্রকৃতি নয়, বিভিন্ন উপজাতি গোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাপন পদ্ধতি এই উপজেলার সৌন্দর্য্যকে বহুগুনবৃদ্ধি করেছে। এছাড়া এখানে পাহাড়ী বাঙ্গালী সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে সুন্দর সহাবস্থান বজায় রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করছে। আমরা চেষ্টা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সব ধরনের সুযোগ সুবিধা সাধারন মানুষ যাতে আরও দ্রুত এবং সহজে পেতে পারে এ জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে। সারা দেশে সরকারের এই উদ্যোগ মানুষের তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করে জীবন যাত্রাকে সহজ করবে। তথ্য বাতায়নের সুবিধা নিয়ে সবচেয়ে বেশী উপকৃত হবে বিলাইছড়ির মত দুর্গম পাহাড়ী জনপদের মানুষ। সমতলের মত সাধারন যানবাহন না থাকার কারণে উপজেলা প্রশাসন হতে সেবা প্রদান বা সেবা গ্রহণ দু’টোই বেশীর ভাগ ক্ষেত্রে সময় সাপেক্ষ হয়ে পড়ে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য বাতায়ন হতে উপজেলা বাসী সহজে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন এবং উপজেলা প্রশাসন ও সরকারের উন্নয়ন কার্যক্রম সহ সব ধরনের তথ্য জনসাধারনের কাছে দ্রুত পৌছে দিতে সক্ষম হবে।
আমরা বিশ্বাস করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই শুভ উদ্যোগের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌছে যাবে। আজকের বিশব বাস্তবতায় তথ্যই শক্তি। আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। মহান মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্বপ্নের বাংলাদেশ অর্জনের পথে তথ্য বাতায়ন গুরুত্ত্বপূর্ন অবদান রাখবে।
আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিলাইছড়ির প্রতিটি নাগরিককে তথ্য বাতায়নের সুবিধা উপভোগ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।
নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS