রাইংখ্যং নদী
খরস্রোতা কর্ণফুলী নদীর বদৌলতে মাইনী, কাচালং, চেংগী ও রাইংখ্যং নদীর পানির মিলিত প্রবাহে কাপ্তাই, হ্রদের উৎপত্তি। ষাটের দশকে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে জলরাশির বিপুল সঞ্চিত ভান্ডার হিসেবে কাপ্তাই কৃত্রিম হ্রদের সৃষ্টি। এই হ্রদে বিলাইছড়ি উপজেলার মধ্যে দিয়েই রাইংখ্যং নদী প্রবাহিত। নদীর প্রবাহমান খালের চিহ্ন স্পষ্ট হয়ে উঠে শুস্ক মৌসুমে। বছরের অন্যান্য সময়ে নদী পানিতে একাকার হয়ে থাকে হ্রদের পানির সাথে। রাইংখ্যং নদীর উৎপত্তি হয়েছে রাইংখ্যং পুকুরের পাদদেশ থেকে। রাইংখ্যং পুকুরের পূর্বে ভারত, দক্ষিণে বার্মা, পশ্চিমে উত্তরে বাংলাদেশের অবস্থান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS