অফিস পরিচিতি : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের একটি রেঞ্জ অফিস। আয়তন ৪৮৩৩০.০ একর সংরক্ষিত বনভূমি।
অফিস প্রধানর পদবী : রেঞ্জ অফিসার, আলিখিয়ং রেঞ্জ।
অফিসের কার্যক্রম : সংরক্ষিত বনভূমি সংরক্ষণ, বন ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনায়ন কার্যক্রম। ঝুমচাষ, তামাকচাষ নিয়ন্ত্রণ, বন অপরাধ নিয়ন্ত্রণ।
-বিনামূল্যে জনগণের মাঝে চারা বিতরণ।
-বন সৃজনে ও রক্ষনাবেক্ষনে জনগণের উদ্ধুদ্ধ করণ।
-নিলামে বনজদ্রব্য ক্রয়ের বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য পাওয়া যায়।
-শিক্ষার্থীদের/গবেষকদের বনভূমি/বন সর্ম্পকে রিচার্জ করার সুবিধা।
-কে.পি.এম কে বাঁশ সরবরাহের মাধ্যমে জনগণের পরোক্ষ সেবা।
-ব্যক্তি মালিকানাধীন রোপিত গাছ বিধি মোতাবেক ফ্রি পারমিটের মাধ্যমে গাছ আহরন ও বিক্রির অনুমতি।
-বনায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
রাজস্ব আদায়, পাহাড় ঘেষা সবুজ শ্যামল বনানী পর্যবেক্ষন দিবা রাত্রি টহল প্রদানের মাধ্যমে বনভূমি রক্ষা, বন্যপ্রাণি সংরক্ষণ, জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষা, পরিবেশ রক্ষা।
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
দেবদাস মুখার্জী | ০১৮৫১৩১০৮২০ |
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
দেবদাস মুখার্জী | ০১৮৫১৩১০৮২০ |
ছবি | নাম | মোবাইল |
---|
বর্তমানে গুরুত্বপূর্ণ কোন প্রকল্প নাই।
আলিখিয়ং রেঞ্জ অফিস, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।
ডাকঘর- বিলাইছড়ি (৪৫৫০), উপজেলা- বিলাইছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।