অফিস পরিচিতি : ১৯৬৮ সালে অত্র ফারুয়া রেঞ্জ গঠিত হয়। ফারুয়া রেঞ্জ পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের সর্ব দক্ষিণে রাইংখিয়ং খালের দক্ষিণ-পশ্চিম অংশে ৫টি ব্লক ও ৩০টি কম্পার্টমেন্ট নিয়ে ৭৮,১৬৩.০০ একর তথা ৩১৬ বর্গ কি: মি: আয়তনের পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বৃহত্তম রেঞ্জ।
অফিস প্রধানর পদবী : অত্র রেঞ্জের দায়িত্বে রয়েছেন একজন ফরেষ্ট রেঞ্জার।
অফিসের কার্যক্রম : গাছ চুরির রোধকল্পে উক্ত রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীগণ সর্বদা সচেষ্ট থাকে। এছাড়াও অত্র রেঞ্জের আওতাধীন এলাকায় জুম চাষ নিয়ন্ত্রণ, জবরদখলকারীদের উচ্ছেদ, উন্নয়ন মূলক কাজ, বন অপরাধ দমনসহ বিভিন্ন কার্যক্রমের সাথে রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীগণ বিশেষ ভূমিকা পালন করে। বিগত ২০১২-২০১৩ অর্থিক সালে অনুন্নয় খাতে অত্র রেঞ্জের আওতায় ৩০.০ হেক্টর সেগুন/গামার বাগান সৃজন করা হয়েছে।
বনায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বনায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বনায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বনায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
পরিবেশ/প্রতিবেশ রক্ষা, বন্য প্রাণী রক্ষায় ১৯৭৪ সনে বিধান কার্যকরী পদক্ষেপ, জীব বৈচিত্র সংরক্ষণে জরুরী পদক্ষেপ, দারিদ্র নিরসনে আগর বনায়ন এবং উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ ও রাজস্ব আদায়।
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তালুকদার | ০১৭১৪৩৯৮৬৪২ |
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তালুকদার | ০১৭১৪৩৯৮৬৪২ |
ছবি | নাম | মোবাইল |
---|
বর্তমানে কোন গুরুত্বপূর্ণ প্রকল্প নাই।
বর্তমানে কোন গুরুত্বপূর্ণ প্রকল্প নাই।
বর্তমানে কোন গুরুত্বপূর্ণ প্রকল্প নাই।
বর্তমানে কোন গুরুত্বপূর্ণ প্রকল্প নাই।
রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, ফারুয়া রেঞ্জ, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।
ডাকঘর- বিলাইছড়ি (৪৫৫০), উপজেলা- বিলাইছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।